ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বৈদ্যুতিক তার ধরে ঝুলতে গিয়ে প্রাণ হারালো ২ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বৈদ্যুতিক তার ধরে ঝুলতে গিয়ে প্রাণ হারালো ২ শিশু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ধরে ঝোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলার কালইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- কালইর গ্রামের মিন্টুর মেয়ে লামিয়া (৯) এবং একই এলাকার মাসুদ আলীর ছেলে সজিব (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কালইর এলাকার একটি মাঠে ভারত থেকে বাংলাদেশের আমনুরা পর্যন্ত বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার টানা হচ্ছে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও ছাগল নিয়ে ওই মাঠে যায় সজিব ও প্রতিবেশী লামিয়া। মাঠে নাগালের মধ্যে থাকা তার ধরে শিশু দু’টি ঝুলে ঝুলে খেলতে শুরু করে। এর একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।  

ওসি আরও জানান, তারগুলো অনেক দূর থেকে যন্ত্রের সাহায্যে টানছেন শ্রমিকরা। তারা বাচ্চা দু’টিকে দেখতে পাননি।  

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।