ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঘিরে রাখা সেই বাড়ি থেকে ৫ জন আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
ঘিরে রাখা সেই বাড়ি থেকে ৫ জন আটক

ঢাকা: রাজধানীর স্বামীবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। তারা একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করছিল বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল থেকে স্বামীবাগের ৫৯ নম্বর মিতালী স্কুল গলির একটি বাড়ি ঘিরে রাখে র‌্যাব-৩-এর সদস্যরা। এরপর ওই বাসায় অভিযান চালিয়ে করে পাঁচজনকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আটকরা রাষ্ট্রবিরোধী চক্রান্তের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে যাচাই-বাছাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
পিএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।