ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিমানবন্দর সড়কে পাজেরো গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
বিমানবন্দর সড়কে পাজেরো গাড়িতে আগুন

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কের বলাকা অফিসের সামনে একটি পাজেরো গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাড়িতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাবুল মিয়া বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমরা বলাকা অফিসের সামনে একটি পাজেরো গাড়িতে আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।