ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অনেকেই ভাবছে ক্ষমতা চিরস্থায়ী: শামীম ওসমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
অনেকেই ভাবছে ক্ষমতা চিরস্থায়ী: শামীম ওসমান

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ ৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, যারা মানুষের জন্য রাজনীতি করে মানুষ তাদের মহৎ ভাবে। তারা যেই দল-ই করুক তারা মহৎ মানুষ।

যারা নিজের জন্য রাজনীতি করে তারা একেক সময়ে একেক রূপ ধারণ করে, মুখোশ বদলায়।

তিনি বলেন, আজকে আমরা সবাই মনুষ্যত্ব হারিয়ে ফেলছি এবং অনেকেই ভাবছে ক্ষমতা চিরস্থায়ী। অনেকেই অহংকার-দম্ভ দেখাচ্ছেন। কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী না। অনেকেই ছোট ছোট জায়গায় থেকে বড় বড় কথা বলেন। বেশীদিন টিকবেন না। আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭নম্বর ওয়ার্ডের প্রয়াত কাউন্সিলর আলী হোসেন আলার স্মরণে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শামীম ওসমান বলেন, আলী হোসেন আলার সঙ্গে প্রায় ৪০ বছর ধরে আমার সম্পর্ক। ডিএনডিতে পানি জমলে পাগলের মত হয়ে যেত। একটু পর পর ফোন করতেন তিনি বলতেন- ভাই পানি জমে আছে। দ্রুত সরাতে হবে। করোনার সময়ে পাগলের মত হয়ে গেল মানুষের জন্য কিছু করতে গিয়ে। অহংকার ছিল না ওর মধ্যে। এখন ওর জন্য আমাদের দোয়া করা ছাড়া কিছু করার নেই।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, নাসিক ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।