ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সন্তান নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দি‌লেন মা‌!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
সন্তান নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দি‌লেন মা‌! সন্তান নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দি‌লেন মা‌!

টাঙ্গ‌াই‌ল: টাঙ্গ‌াই‌লের মির্জাপু‌রে স্বামীর সঙ্গে অভিমান ক‌রে শিশু সন্তানকে নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দি‌য়েছেন আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূর নাম স্বপ্না রায়।

বৃহস্প‌তিবার (৯ ডি‌সেম্বর) সন্ধ‌্যার দি‌কে উপ‌জেলার নয়াপাড়া রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘ‌টে।

স্বপ্ন‌া রায় উপ‌জেলার নয়াপাড়া গ্রামের সুশান্ত রায়ের স্ত্রী এবং তার দেড় বছ‌রের শিশুর নাম সায়ন রায়।

গোড়াই ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউ‌পি সদস‌্য বিল্লাল হো‌সেন বাংলানিউজকে জানান, স্ত্রী স্বপ্না ও স্বামী সুশান্ত রায় দু’জনই নয়াপাড়া এলাকায় দর্জির কাজ ক‌রতেন। সম্প্রতি স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পারিবারিক কলহ চল‌ছিল। স্বামীর ওপর ক্ষিপ্ত হ‌য়ে শিশুটিকে নি‌য়ে ট্রেনের নি‌চে ঝাপ দেন তিনি। এতে ট্রেনে কাটা প‌ড়ে মা ও ছেলে ঘটনাস্থ‌লেই মারা যান। প‌রে রেলও‌য়ে পু‌লিশ খবর পে‌য়ে তা‌দের মরদেহ উদ্ধার ক‌রে।

জয়দেবপুর রেলও‌য়ে পু‌লিশ ফাঁড়ির ইনচার্জ (উপ পরিদর্শক) মো. শহিদুল্লাহ বাংলানিউজকে জানান, স্থানীয়‌দের মাধ‌্যমে জান‌তে পা‌রি শিশু সন্তান নি‌য়ে স্বপ্না রায় না‌মে এক নারী  চলন্ত ট্রেনের নি‌চে ঝাপ দি‌য়ে আত্মহত‌্যা ক‌রে‌ছে। প‌রে ঘটনাস্থল থে‌কে মা ও সন্তা‌নের মরদেহ উদ্ধার করা হ‌য়। ময়নাতদন্ত শে‌ষে তা‌দের মর‌দেহ প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।