ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে জুট মিলে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
রাজবাড়ীতে জুট মিলে আগুন রাজবাড়ীতে জুট মিলে আগুন

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার আলাদিপুর এলাকার একটি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বৃহত্তর ফরিদপুর ইউনিটের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম বলেন, জুট মিলের ১ নং ইউনিটে তেলের টাংকি থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে ইউনিটগুলো কাজ করে যাচ্ছে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন শেখ বলেন, এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।