ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
খাগড়াছড়িতে শনিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ...

খাগড়াছড়ি: আগামী ১১ডিসেম্বর খাগড়াছগিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসা গাছের ডালপালা কাটার জন্য সদর উপজেলায় বিদ্যুৎ বন্ধ থাকবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) খাগড়াছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বর্ষা মৌসুমে বিভিন্ন স্থানে গাছের গাছের ডালপালা বৃদ্ধি পাওয়ায় বিদ্যুৎ বিতরণ লাইনের সংস্পর্শে এসে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের সৃষ্টি হচ্ছে। এতে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়াসহ স্থানীয় জনসাধারণের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে।

তাই শনিবার (১১ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।