ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রাম জুয়েলার্স সমিতির সভাপতি দুলাল, সম্পাদক বাদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
কুড়িগ্রাম জুয়েলার্স সমিতির সভাপতি দুলাল, সম্পাদক বাদল

কুড়িগ্রাম: বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুড়িগ্রাম শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে দুলাল চন্দ্র রায়কে সভাপতি ও বাদল চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের আলমাস কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন জুয়েলার্স সমিতির রংপুর বিভাগীয় নেতা মো. এনামুল হক সোহেল।

জুয়েলার্স সমিতি কুড়িগ্রাম শাখার সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় নেতা আবু জাফর লিটন, আমিনুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক দুলাল কর্মকার, নীলফামারী জেলার সভাপতি শামছুল আলম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নীলু, সাংবাদিক ছানালাল বকসী, শ্যামল ভৌমিক প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলনের সভা পরিচালনা করেন রবি বোস। সম্মেলনে রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, নীলফামারী ও কুড়িগ্রাম জুয়েলার্স সমিতির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।