ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
সৈয়দপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ফয়সালের (২৮) নামে দশ বছরের শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

ধর্ষণের শিকার শিশুটির বাসা গোলাহাট এলাকায় এবং সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

এদিকে অভিযুক্ত ওই এলাকার যুবক নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। প্রতিবেশীরা এ অবস্থায় তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেলে শহরের গোলাহাট এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ফয়সাল ওই এলাকার নাঈম হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ঘটনার দিন শহরের গোলাহাট এলাকার ফয়সালের স্ত্রী বাসায় ছিলেন না। তিনি বিয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে বোতলাগাড়ী ইউনিয়নের বালাপাড়া গ্রামে বাবার বাড়িতে যান। এ সুযোগে ফয়সাল মেয়েটিকে রাস্তা থেকে কৌশলে তার বাড়িতে ডেকে আনেন। লোকজন যাতে বুঝতে না পারে সেজন্য ফয়সাল বাইরে থেকে বাড়ির গেটে তালা ঝুলিয়ে দেয়। পরে শিশুটিকে ধর্ষণ করে।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং যুবককে বাড়ির ভিতরে আটকে রাখেন। এরপর ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মামুনা আক্তার জানান, তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশংকামুক্ত।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নীলফামারী আধুনকি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।