ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শুধু নেতা হলেই হবে না, জনগণের কাছে যেতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
শুধু নেতা হলেই হবে না, জনগণের কাছে যেতে হবে ...

চাঁদপুর: পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, যদি নিরপেক্ষ দেশ চান তাহলে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে। শুধু নেতা হলেই হবে না।

জনগণের কাছে আপনাদের যেতে হবে এবং তাদের কাছে ভোট চাইতে হবে।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা কমপ্লেক্সের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি জনগণ যাতে তাদের ভোট দিতে পারে তা নিশ্চিত করতে। এসময় সব জনপ্রতিনিধিকে জনগণের আস্থা এবং বিশ্বাস অর্জনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, এলজিআরডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।