ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা, মেম্বার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা, মেম্বার গ্রেফতার কাউছার চৌধুরী

বাগেরহাট: বাগেরহাটের মোল্লাহাটে অনৈতিক কার্যকলাপের অভিযোগে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের মামলায় স্থানীয় ইউপি সদস্য কাউছার চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

এর আগে নির্যাতিতা প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য কাউছারসহ কয়েকজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

গ্রেফতার কাউছার চৌধুরী মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান বলেন, নির্যাতিতা ওই নারী বাদী হয়ে ইউপি সদস্য কাউছার চৌধুরীসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি ইউপি সদস্য কাউছার চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে পুলিশ আরও তদন্ত করবে। তদন্তে অন্য কারও জড়িত থাকার প্রমাণ পেলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকালে অনৈতিককার্যকলাপের অভিযোগ এনে মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এক প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে মারধর ও নির্যাতন করেন ইউপি সদস্য কাউছার চৌধুরী ও স্থানীয় প্রভাবশালীরা। ঘটনার পরে লোক লজ্জার ভয়ে এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন ওই নারী। বুধবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যা নাগাদ নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এ ঘটনা শোনার পর মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিন্দ্যমণ্ডল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেসময় ওই নারীর সাক্ষাৎ পাননি এই কর্মকর্তারা।
 
বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা,  ডিসেম্বর ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।