ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
আগৈলঝাড়ায় পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু ফাইল ছবি

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পুকুরের পানিতে ডুবে হোসনেয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামে এ ঘটনা ঘটে।

হোসনেয়ারা ওই গ্রামের মৃত সোবাহান বেপারীর স্ত্রী। ।

জানা গেছে, দুপুরের দিকে হোসনেয়ারা বেগম বাড়ি পার্শ্ববর্তী একটি পুকুরে গোসল করতে যান। ফিরতে দেরি হওয়ায় স্বজনরা তার খোঁজ শুরু করেন। একপর্যায়ে ওই পুকুর থেকে তাকে ভাসমান ও নিথরাবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।