ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিয়ে বাড়িতে এসে গুলিবিদ্ধ যুবক, অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
বিয়ে বাড়িতে এসে গুলিবিদ্ধ যুবক, অস্ত্র উদ্ধার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের জামপুর ইউনিয়নের আমবাগ এলাকায় বিয়ে বাড়িতে দাওয়াত খেতে এসে গুলিবিদ্ধ হয়েছেন তানসেন নামের এক যুবক।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র ও তিনটি মোটর সাইকেল উদ্ধার করেছে।

গুলিবিদ্ধ ওই যুবক তানসেন রূপগঞ্জের মাছিমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানিয়েছেন ওই যুবক চিকিৎসাধীন অবস্থায় সুস্থ আছেন। তার হাটুর নিচে গুলিবিদ্ধ হয়। তবে কি নিয়ে তাদের মধ্যে গুলির ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানা যায়নি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের আমবাগ গ্রামের ইয়াসিন মিয়ার ছেলে মাসুদের মেয়ের বিয়েতে বরযাত্রী হয়ে আসেন তানসেনসহ হামলাকারীরা। খাওয়া-দাওয়া শেষে তানসেনের সঙ্গে অজ্ঞাত হামলাকারীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানসেনের হাটুতে গুলি করে তারা। গুলিবিদ্ধ হওয়ার পর আশপাশের লোকজন ডাকাত বলে চিৎকার দিলে সন্ত্রাসীরা একটি দেশীয় তৈরি পিস্তল ও তিনটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিয়ে বাড়ির পাশ্ববর্তী আবু তাহেরের বাড়িতে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করে। তবে ঘটনার বিস্তারিত এখনও পাওয়া যায়নি।

তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসএম ইকবাল হোসেন বাংলানিউজকে বলেন, এ ঘটনায় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ তানসেন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। সন্ত্রাসীদের শনাক্তের চেষ্টা চলছে। ডাক্তারা গুলিবিদ্ধ তানসেনকে আশংকামুক্ত বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।