ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে পৃথক অভিযানে ২ লাখ ৮৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
চট্টগ্রামে পৃথক অভিযানে ২ লাখ ৮৩ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪

চট্টগ্রাম: কর্ণফুলী থানার শিকলবাহা এলাকায় পাকা রাস্তা এলাকা থেকে আনুমানিক ৪ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৩৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। অপরদিকে পটিয়া থানার বাইপাস রোড এলাকা থেকে আনুমানিক ৪ কোটি ৩০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে তারা।

শুক্রবার (১০ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল।

আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার ফারীর বিল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. ইসমাইল (৪৩) ও একই থানার পূর্ব ফারীর বিল এলাকার হাজী আবুল হোসেনের ছেলে মো. রেদওয়ান (২৬), মো. হোসেনের ছেলে নুরুল ইসলাম (৪৩) ও শামছুল হকের ছেলে মো. হোসেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) ফ্লাইট লেফট্যানেন্ট নিয়াজ মোহাম্মদ চপল আটক করা ব্যক্তিদের ব্যাপারে বাংলানিউজকে জানান, মাদক ব্যবসায়ী যাত্রীবাহী বাস যোগে মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ১১ টার দিকে শিকলবাহা এলাকায় গাড়ি তল্লাশি চালানো হয়। এ সময় একটি যাত্রীবাহী বাস থেকে নেমে দুইজন প্লাস্টিকের বস্তা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে দুইজনকে আটক করা হয়। আরেক অভিযানে শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে পটিয়া বাইপাস রোড এলাকায় গাড়িতে তল্লাশি চালানো হয়। একটি যাত্রীবাহী বাস থেকে নেমে দুইজন ব্যক্তি প্লাস্টিকের বস্তা নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা দুইজনকে আটক করেন। আটককৃত নিজ হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১ লক্ষ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘ দিন যাবৎ কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ কোটি ৩০ লক্ষ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কর্ণফুলী ও পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এমআই/টিসি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।