ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে মদের কারখানার সন্ধান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে মদের কারখানার সন্ধান বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে মদের কারখানার সন্ধান

ফেনী: চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরীতে বাংলা মদ (চোলাই মদ) তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অনেকদিন ধরে মীরসরাইয়ের ইছাখালীর শিল্পজোন এলাকায় একটি মহল মদ তৈরির এ কর্মযজ্ঞ চালিয়ে আসছিল। বেশ কিছুদিন অনুসন্ধানের পরে ওই মদের কারখানা আমরা চিহ্নিত করতে পেরেছি।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত থেকে অভিযান চালিয়ে মদ তৈরির ৭ কোটি টাকার সরঞ্জাম ও তৈরিকৃত সাড়ে ১০ হাজার লিটার মদ উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ২ জনকে। তারা হলেন- বান্দরবানের লামা উপজেলার শরীফুল ইসলাম ও খুলনার দাকোপ থানার মো. রিপন।

শিল্প নগরীর চায়না হারবাল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের অফিসের পেছনে আধা পাকা ঘর তৈরি করে এ চক্র মদ তৈরি করে আসছিল। এ কারখানা থেকে চোরাই পথে মদ পাচার হতো চট্টগ্রামসহ বিভিন্ন জেলায়।

বাংলাদেশ সময়: ০৭৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসএইচডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।