ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বনানীতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
বনানীতে প্রাইভেট কারের ধাক্কায় আহত ৫ ফাইল ছবি।

ঢাকা: রাজধানীর বনানীতে একটি দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১০ ‍ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন- সিএনজি অটোরিকশার যাত্রী আলামিন মিয়া (৫০), দুলাল হোসেন (৩৫), হাবিবুর রহমান (৩০), বেলাল হোসেন (৩০) ও চালক রাসেল (৩৫)।

শনিবার (১১ ডিসেম্বব) বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, দ্রুতগামী একটি প্রাইভেট কারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। তবে গাড়ির ভেতর কাউকে পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আহতদের প্রতিবেশী মো. শাহ আলম বাংলানিউজকে জানান, তারা সবাই ডেকোরেটরের কাজ করেন। রামপুরা থেকে সিএনজি অটোরিকশা যোগে বনানীতে যাচ্ছিলেন। পথে নেভি এয়ারফোর্স হেডকোয়ার্টারের সামনে প্রাইভেট কারের ধাক্কায় দুর্ঘটনার শিকার হন।

আহত সবার বাড়ি সিরাজগঞ্জ কাজিপুর উপজেলায়। বর্তমানে তেজগাঁও বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, রাতে আহতাবস্থায় ৫ জনকে ঢামেক হাসপাতালে আনা হয়। এরমধ্যে একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা ঢামেকে ভর্তি আছে।

বাংলাদেশ সময়: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এজেডএস/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।