ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
কুলিয়ারচরে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ভাইকে হত্যা প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় বখাটেদের হামলায় আলম মিয়া নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।  

শনিবার (১১ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আলম মিয়া উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের কৃষক খুর্শিদ মিয়ার ছেলে ও কটিয়াদী ডিগ্রি কলেজের ছাত্র বলে জানা গেছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বিকেলে কলেজছাত্র আলম মিয়া পরিবারের লোকজনকে নিয়ে বাড়ি থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে লক্ষ্মীপুর সিদ্দিরমোড়ে ওয়াজ মাহফিলে যান। সেখান থেকে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে লক্ষ্মীপুর পূর্বপাড়া এলাকায় স্থানীয় বখাটে রকি ও শাওনসহ বেশ কয়েকজন আলম মিয়ার ছোট বোনকে উত্ত্যক্ত করে। এসময় প্রতিবাদ করতে গেলে বখাটেদের হামলায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। শনিবার (১১ ডিসেম্বর) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলম মিয়ার মৃত্যু হয়।  

এ প্রসঙ্গে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এ ঘটনায় দুই জনের নাম উল্লেখসহ  অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে থানায় মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেফতার করতে অভিযানে নেমেছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।