ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

স্বামীর সঙ্গে ঝগড়া, ট্রেনের নিচে ঝাঁপ গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
স্বামীর সঙ্গে ঝগড়া, ট্রেনের নিচে ঝাঁপ গৃহবধূর

দিনাজপুর: দিনাজপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিলকিস (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শহরের ষষ্ঠিতলার রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

 বিলকিস শহরের পশ্চিম মিশন রোডের রেল কলোনি এলাকার মৃত নুরু মিয়ার মেয়ে।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে নিহতের স্বামী আলম মিয়াকে আটক করা হয়েছে। তিনি একই এলাকার শাহাজাহান প্রামাণিকের ছেলে।

এলাকাবাসীরা জানায়, সকাল থেকেই পারিবারিক বিষয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এক পর্যায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বিলকিস আত্মহত্যা করেন।

এ বিষয়ে দিনাজপুর রেলওয়ে পুলিশ পরিদর্শক এরশাদুল হক ভূঁইয়া বাংলানিউজকে বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়ে বিলকিস ও তার স্বামীর মধ্যে মতবিরোধ চলছিল। সকালে পঞ্চগড়গামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় নিহতের ভাই নাসিম বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।