ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আর কে টাওয়ারে আগুন, দগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আর কে টাওয়ারে আগুন, দগ্ধ ৩ আর কে টাওয়ারে অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর বাংলামোটরের আর কে টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে আগুন লাগার ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মামুন (৩২) মানিক (২০) ও আফসার (২৬)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. আইউব বাংলানিউজকে বলেন, দগ্ধ মামুনের শরীরের প্রায় ৩৪ শতাংশ পুড়ে গেছে। বাকি দু’জনের অবস্থা মোটামুটি ভালো।

ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে কন্ট্রোল রুমের দায়িত্বরত আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, আর কে টাওয়ারে লাগা আগুন ২টার দিকে নিয়ন্ত্রণ করা হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

***আর কে টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।