ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকাকে স্মার্ট সিটিতে পরিণত করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
ঢাকাকে স্মার্ট সিটিতে পরিণত করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: রাজধানী ঢাকা শহরকে স্মার্ট সিটিতে পরিণত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম অডিটোরিয়ামে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা শহরকে নিয়ে আমাদের একটা পরিকল্পনা রয়েছে। ঢাকাকে স্মার্ট সিটিতে পরিণত করবো। স্মার্ট সিটি করলে সবকিছু ক্যামেরার আওতায় চলে আসবে। আপনারা যেটা চাচ্ছেন, সেটা আমরা স্মার্ট সিটির মাধ্যমে করতে পারবো।  

তিনি বলেন, স্মার্ট সিটি একটু সময় ও ব্যয় সাপেক্ষ। আমাদের পরিকল্পনায় রয়েছে সেটা আমরা করতে যাচ্ছি। ঢাকাতে যদি আমরা সফল হতে পারি, তাহলে পরবর্তীতে চট্টগ্রাম সিটিতেও করবো সে ধরনের পরিকল্পনা রয়েছে।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী দিন-রাত কাজ করে যাচ্ছেন। তার অসুস্থতার জন্য একটু দেরিতে হলেও তিনি সব সময় খোঁজখবর রাখছেন যাতে রাস্তাগুলো সুন্দর একটা অবস্থানের মধ্যে আসে। প্রধানমন্ত্রীর ইচ্ছা দেশের রাস্তা সুন্দর হবে। সেই ইচ্ছা পূরণ করার জন্য তিনি কাজ করে যাচ্ছেন।  

তিনি বলেন, আমিও নিরাপদ সড়ক চাই, যাতে আর কোনো প্রাণ হানি না হয়। কোনো দুর্ঘটনা না ঘটে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে দেশের সড়ক নিরাপদ হোক এ আশাবাদ ব্যক্ত করছি।  

আজকে ৫০ জনকে অনুদান হিসেবে সেলাই মেশনি দেওয়া হলো এটা সত্যিই প্রশংসনীয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাকালীন আপনারা তাদের সহযোগিতা করেছেন। সবাই আশঙ্কা করেছিল লাখ লাখ মানুষ কর্মহীন হয়ে যাবে, অর্থনীতি ভেঙ্গে পড়বে। কিন্তু সেটা হয়নি প্রধানমন্ত্রীর দূরদর্শিতা ও দক্ষতার কারণে। লক্ষ্য অনুযায়ী বাংলাদেশ যেখানে যেত সেখানে না যেতে পারলেও করোনার মধ্যে অর্থনীতির অবস্থান সুদৃঢ় ছিল এবং সবকিছুই সচল ছিল। এটাই হলো প্রধানমন্ত্রীর দক্ষতা ও কর্মতৎপরতা। তিনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এটাই তার জলন্ত প্রমাণ।  

অনুষ্ঠানে প্রতিবছরের মতো নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের জন্য কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে এ ধরনের ১২০টি পরিবারের কর্মসংস্থানের লক্ষ্যে ৫০টি পরিবারকে জীবিকা নির্বাহের জন্য সেলাই মেশিন দেওয়া হয়।  

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (বার) কমিশনার মো. শফিকুল রহমান উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।