ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শরণখোলায় ইয়াবাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
শরণখোলায় ইয়াবাসহ আটক ৫ ইয়াবাসহ আটক পাঁচজন

বাগেরহাট: ৯৫০ পিস ইয়াবাসহ বাগেরহাটের শরণখোলায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মঠেরপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- শরণখোলার মঠেরপাড় গ্রামের তফছের হাওলাদার (৬০), ছগির ওরফে ছাল্লু হাওলাদার (৩২), একই উপজেলার ভারানিরপাড় গ্রামের নাইম হাওলাদা (১৮), চালিতাবুনিয়া গ্রামের রেজা শেখ, ঢাকার সবুজবাগ থানার মায়াকানন এলাকার ইয়াসিন রাব্বী (১৬)।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঠেরপাড় এলাকা থেকে ৯৫০ পিস ইয়াবাসহ ওই পাঁচ জনকে আটক করা হয়। এ সময় তাদের নগদ ৬ হাজার ১৮০ টাকা, মাদক পরিমাপের জন্য ব্যবহৃত ডিজিটাল মিটার, দু’টি মোটরসাইকেল ও তিনটি মোবাইলফোন জব্দ করা হয়েছে। আটকদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।