ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অভিভাবকসহ শিক্ষার্থীদের মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
অভিভাবকসহ শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা: শিক্ষার্থীদের পূর্ব ঘোষণা অনুযায়ী নিরাপদ সড়ক ও  হাফপাসসহ ১১ দফার দাবিতে রামপুরা সড়কের ব্রিজ সংলগ্ন ফুটপাতে আবারো জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী মানববন্ধনে ছাত্র,শিক্ষক,অভিভাবক ও শ্রমিক অংশগ্রহণ করতে দেখা যায়।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রামপুরা সড়কের ফুটপাতে তাদের মানববন্ধন করতে দেখা যায়।
শিক্ষার্থীদের পূর্বকর্মসূচি অনুযায়ী মানববন্ধনে একতা প্রকাশ করে অংশগ্রহণ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী ছাড়াও আরও আছেন একটি কিন্ডার গার্ডেনের শিক্ষক নাজনীন আক্তার শারমিন  ও পরিবহন চালকদের পক্ষে রফিকুল ইসলাম রফিকসহ অভিভাবক শাকিল আহমেদ।

বরাবরের মতো এই মানববন্ধনের নেতৃত্বে আছেন খিলগাঁও মডেল কলেজের  শিক্ষার্থী সোহাগী সামিয়া। গত কয়েকদিন আগে গুলিস্তান  ও রামপুরায় যাত্রীবাহী বাস ও সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। তারই ধারাবাহিকতায় আজও তারা প্রতিবাদের নামে রামপুরা সড়কের দুই পাশে ফুটপাতে।

মানববন্ধন শেষে পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করতে পারেন বলে জানা যায়।  

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১ 
এজেডএস/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।