ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু

ময়মনসিংহ: য়মনসিংহের নান্দাইলে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মিয়া (৩৫) নামে এক যু্বকের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে স্থানীয় বালিপাড়া-নান্দাইল ব্রিজের উপরে এই দুর্ঘটনা ঘটে।

সুমন মিয়া গফরগাঁও উপজেলার ঘাগড়া ইউনিয়নের খামার এলাকার সাইফুল ইসলামের পুত্র।

নান্দাইল থানার এসআই মো. সবুর মিয়া এ তথ‍্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঘাগড়া থেকে সুমন মিয়া মোটরসাইকেল যোগে ত্রিশালের বালিপাড়া হয়ে নান্দাইল যাচ্ছিলেন। পথিমধ্যে বালিপাড়া-নান্দাইল ব্রিজের ওপরে যেতেই বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুমন মিয়া মারা যায়। এ ঘটনা আহত হয় আরও একজন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠায়।

এসআই মো. সবুর মিয়া জানান, স্থানীয়দের কাছে খবরে পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের পরিবার বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।