ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘তোমরা মোর ব্যাটার কাম করনেন’ বসুন্ধরার কম্বল পেয়ে বৃদ্ধা সামিনার দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
‘তোমরা মোর ব্যাটার কাম করনেন’ বসুন্ধরার কম্বল পেয়ে বৃদ্ধা সামিনার দোয়া

রংপুর: বসুন্ধরা গ্রুপের উদ্যোগে রংপুরে অসহায় ও খেটে খাওয়া মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে রংপুরের হারাগাছ শুভসংঘের সহযোগিতায় হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৩০০ কম্বল বিতরণ করা হয়।

এর আগে, সকালে জেলার গঙ্গাচড়া উপজেলায় আরও ৩০০ কম্বল বিতরণ করা হয়।

জানা যায়, প্রত্যেক বছর সর্বনিম্ন তাপমাত্রা এ অঞ্চলেই পরিমাপ করা হয়। ফলে এই অঞ্চলের মানুষ শীত মৌসুম এলেই বিপাকে পড়েন। বিশেষ করে অসহায় খেটে খাওয়া মানুষের দুর্দশা অনেকগুন বেড়ে যায়। তীব্র কুয়াশা ও কনকনে ঠাণ্ডার ফলে এই অঞ্চলে কাজ কর্ম অনেকাংশে কমে যায়। ঠাণ্ডা থেকে বাঁচতে আগুন পোহাতে গিয়ে রেকর্ড সংখ্যক অগ্নিদগ্ধ ও মৃত্যুর ঘটনাও ঘটে। তাই প্রতি বছরের ন্যায় এবারও উত্তরের জেলাগুলোতে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে বসুন্ধরা গ্রুপ।  

কালের কণ্ঠ শুভসংঘের সহযোগিতায় বিভাগের জেলাগুলোতে কম্বল বিতরণ করা হচ্ছে। তিস্তার কোলঘেষা রংপুরের গঙ্গাচড়া, হারাগাছসহ পীরগাছায় কম্বল বিতরণ করা হচ্ছে। এছাড়াও এই সপ্তাহে পর্যায়ক্রমে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও সর্বশেষ গাইবান্ধায় কম্বল বিতরণ করা হবে।

হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কম্বল পেয়ে ৬০ বছর বয়সী বৃদ্ধা সামিনা খাতুন বাংলানিউজকে বলেন, ‘মোর কোনো ব্যাটা (ছেলে) নাই, ভাতারও (স্বামী) মারা গেইছে। সারাদিন রোজা থাকি (রেখে) কম্বল নিবার আসচোং (আসছি)। তোমরা মোর ব্যাটার কাম (কাজ) করনেন। তোমার সবারে জন্যে দোয়া থাকিল (থাকলো) বাবা। এই জারোত (ঠাণ্ডায়) কম্বলখান খুব উপকারে নাগবে (লাগবে) মোর।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন কাউনিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মো. মোনায়েম হোসেন ফারুক, আবদুল হালিম সুরুজ, সাহাদাত হোসেন সাজ্জাদ, মো. মমিনুর রহমান মাস্টার, এনামুল হক, রেজানুল হক, মো. আরিফ।
 
এছাড়াও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, তাকবীর হোসাইন মান্না, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, মো. শুভ আহমেদ, আসাদুজ্জামান সাদেকুল, মো. মিন্টু মিয়া, শুভ রায় চৌধুরী, হাসান আলী, আসমা আক্তার রীতু, মাহফুল আমিন খান জিম, রাহুল, কাবেরি সুলতানা ডলি, সাজ্জাতুল কবির, হৃদয়, মহিদুল ইসলাম, হাসিনা আক্তার, আশিকুজ্জামান, জিহাদুল ইসলাম সৌরভ, রমযান, হৃদয় আহমেদ, তারিকুল, শারমিন, লিমা, নুরজাহান, নয়ন, মামুন, সানযান উপস্থিত ছিলেন।  

>>> গঙ্গাচড়ায় ৩০০ পরিবার পেল বসুন্ধরার শীতবস্ত্র

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।