ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

না‌জিরপু‌রে বাসের ধাক্কায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
না‌জিরপু‌রে বাসের ধাক্কায় যুবক নিহত

পি‌রোজপু‌র: পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে বাসের ধাক্কায় মো. আইউব শেখ (৪৫) না‌মে এক  যুবক নিহত হ‌য়ে‌ছেন।

শ‌নিবার (১১ ডিসেম্বর)  উপজেলার ভাইজোড়া বাগা‌জোড়া বাজা‌রের হাইও‌য়ে রোড এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

আইউব শেখ উপ‌জেলার ৫ নম্বর শাঁখারীকাঠী ইউ‌নিয়‌নের বাঘা‌জোড়া গ্রা‌মের মৃত সা‌য়েব আলী শেখের ছে‌লে। তিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানায়।

নিহ‌তের ভাইয়ের ছেলে ব‌সির হো‌সেন জানান, আইউব শেখ ভাইজোড়া বাজা‌রের বিভিন্ন চায়ের দোকা‌নে পা‌নি দিত। প্রতি‌দি‌নের মত সকালে বাঘা‌জোড়ার গ্রামের বাড়ি  থে‌কে ভাই‌জোড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয়। প‌থিম‌ধ্যে টু‌ঙ্গিপাড়া এক্স‌প্রেসের একটি বাস তাকে ধাক্কা দি‌য়ে দ্রুত চ‌লে যায়।

পরে ওই এলাকার পা‌শের হোগলাবু‌নিয়া গ্রা‌মের সে‌লিম না‌মে এক ইউ‌পি সদস্য ওই প্রতিবন্ধী যুবককে আহত হয়ে রাস্তার পা‌শে প‌ড়ে থাক‌তে দে‌খে স্থানীয় লো‌কের সহায়তায়  দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌য়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক ডা. অশেষ প্রতিম রায় তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

না‌জিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. মা‌হিদুল ইসলাম জানান, বাসটিকে (টু‌ঙ্গিপাড়া এক্স‌প্রেস) শনাক্ত ক‌রা হয়েছে। বাস ও চালকে গ্রেফতারের চেষ্টা অব‌্যহত আছে। নিহত আইউব শে‌খের মরদেহ ময়নাতদ‌ন্তের জন‌্য হাসপাতা‌লের মর্গে পাঠান হ‌য়েছে। এ বিষ‌য়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।