ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ২ সাংবাদিককে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
হবিগঞ্জে ২ সাংবাদিককে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

হবিগঞ্জ: হবিগঞ্জে অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিককে মামলা দিয়ে হয়রানি করছেন মৎস্য কর্মকর্তা মো. আলম। এর প্রতিবাদ জানিয়েছে হবিগঞ্জ প্রেসক্লাব।

ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে তিনি নিজেকে রক্ষা করতে চাইছেন বলেও অভিযোগ করেছে সংগঠনটি।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবের সামনে মৎস্য কর্মকর্তার সাংবাদিক হয়রানির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে সাংবাদিকের ওপর মিথ্যা মামলা দিয়েছেন মৎস্য কর্মকর্তা আলম। অবিলম্বে এ মামলা প্রত্যাহার করতে হবে। না হলে সংশ্লিষ্ট সব মহল নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে।

তারা বলেন, ওই কর্মকর্তা হবিগঞ্জে নয়বছর দায়িত্ব পালনকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। এ নিয়ে স্থানীয় অনেকে লিখিত অভিযোগও দিয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই সংবাদ প্রকাশ করা হয়। তবুও মামলা দিয়ে দুই সাংবাদিককে হয়রানি করা হচ্ছে।

মামলা প্রত্যাহারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কতৃর্পক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন সাংবাদিক নেতারা।

মাছরাঙা টেলিভিশনের হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী মো. মাসুদ আলী ফরহাদ এবং বাংলানিউজের করেসপন্ডেন্ট বদরুল আলমের বিরুদ্ধে মামলাটি করেন হবিগঞ্জের নবীগঞ্জ কুর্শি কাপ হ্যাচারির সাবেক মৎস্য কর্মকর্তা মো. আলম। বর্তমানে তিনি বরিশালের আগৈলঝড়া উপজেলায় কর্মরত।

প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফরিয়াদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জ্যেষ্ঠ সাংবাদিক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মো. সফিকুর রহমান চৌধুরী, মো. ফজলুর রহমান, রুহুল হাসান শরিফ, গোলাম মোস্তাফা রফিক, নির্মল ভট্টাচার্য রিংকু, শাহ ফখরুজ্জামান, রাসেল চৌধুরী, আবু সালেহ নুরুজ্জামান চৌধুরী, সায়েদুজ্জামান জাহির, শফিকুল আলম চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।