ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মামার ট্রাক্টর কেড়ে নিলো ভাগ্নের প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
মামার ট্রাক্টর কেড়ে নিলো ভাগ্নের প্রাণ

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় বাবাকে খাবার দিতে ফেরার পথে মামার ট্রাক্টরের চাপায় ভাগ্নের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ভেলকুপাড়া কমলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোছাল্লেন (৮)। সে ওই এলাকার দিনমজুর আবেদুলের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোছাল্লেনের বাবা নদীতে পাথর শ্রমিকের কাজ করছিলেন। দুপুরে তাকে খাবার দিয়ে ফেরার পথে রাস্তায় মামা সমিউলের (২৫) পাথরবোঝাই চলন্ত ট্রাক্টরে উঠতে যায়। এ সময় সমিউল বুঝে ওঠার আগেই মোছাল্লেন ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে চালক সমিউল ট্রাক্টর রেখে পালিয়ে যান।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বাংলানিউজকে বলেন, মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। নিহত মোছাল্লেনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।