ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে হেডম্যান-কারবারি সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
খাগড়াছড়িতে হেডম্যান-কারবারি সম্মেলন

খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেছেন, পার্বত্য জেলা পরিষদের প্রধান কাজই হলো পাহাড়ের ঐতিহ্যবাহী রাজা-হেডম্যান-কারবারিদের ক্ষমতায়িত করা। এই প্রথাগত ব্যবস্থাকে এগিয়ে নিতে জেলা পরিষদ সব কিছু করবে।

হেডম্যান-কারবারিদের উন্নয়ন সমন্বয় সভায় অন্তর্ভুক্ত করা হবে বলেও আশ্বাস দেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুর জেলার হেডম্যান ও কারবারিদের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মএং সার্কলের রাজা সাচিংপ্রু চৌধুরীর সভাপতিত্বে এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন ইউএনডিপি‘র জেলা ফ্যাসিলটর সুভাষ দত্ত চাকমা, উচিমং চৌধুরী, জেলা হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, কারবারি এসোসিয়শনের সাধারণ সম্পাদক হেমা রঞ্জন চাকমা, জেলা পরিষদ সদস্য হিরনজয় ত্রিপুরা প্রমুখ।

সম্মেলনে হেডম্যান-কারবারিরা তাদের ভাতা বৃদ্ধিসহ বেশ কয়কটি দাবী তুলে ধরেন।

ইউএনডিপি‘র সহায়তায় মং সার্কেল এই সম্মেলনের আয়োজন করে। জেলার ১২১ জন হেডম্যান  মৌজা প্রধান) ও প্রায় ৫০০ কারবারি (পাড়া প্রধান) সম্মলনে অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
এডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।