ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার খুলনায় মুরাদের নামে মামলার আবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এবার খুলনায় মুরাদের নামে মামলার আবেদন

খুলনা: সদ্য পদ হারানো তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে এবার খুলনায় মামলার আবেদন করা হয়েছে। মামলায় অন্য আসামি হলেন উপস্থাপক মো. মহিউদ্দীন হেলাল নাহিদ।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলার আবেদন করা হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোল্লা গোলাম মওলা এ আবেদন করেন। আগামী মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আদালতে আবেদনের শুনানি হবে।

আবেদনে উল্লেখ করা হয়, গত ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে ডা. মুরাদ হাসানের একটি সাক্ষাৎকার নেন সিবিএম-এর উপস্থাপক নাহিদ। ওই সাক্ষাৎকারে ডা. মুরাদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ, অশ্লীল ভাষায় নারী বিদ্বেষী বক্তব্য দেন। যা মুসলিম ধর্মীয় অনুভূতি ও রাজনৈতিক শ্রেণি-গোষ্ঠীর মধ্যে অসন্তোষ ও দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির বহিঃপ্রকাশ।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দীয় আহ্বায়ক কমিটির সদস্য মো. আনিসুর রহমান খান বলেন, আদালত মামলার আবেদন গ্রহণ করেছেন। আগামী মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে।

আদালতের বেঞ্চ সহকারী দিপন কুমার মণ্ডল জানান, আবেদন গ্রহণ করা হয়েছে। আগামী মঙ্গলবার আবেদনের ওপর শুনানি হবে।

আরও পড়ুন...
** চট্টগ্রামেও মুরাদের নামে মামলার আবেদন
** মুরাদ হাসানের নামে রাজশাহীতে মামলার আবেদন


বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।