ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নকলায় যুবকের গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
নকলায় যুবকের গলাকাটা মরদেহ

শেরপুর: শেরপুরের নকলায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা নদীরপাড়ের কাঁচা রাস্তার থেকে বস্ত্রহীন অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সকালে ধনাকুশা নদীর পাড়ের পাশ দিয়ে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় বস্ত্রহীন অবস্থায় ওই যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি রুমাল, ছোট গামছা ও পায়ের জুতা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, তদন্তে হত্যা রহস্য বেরিয়ে আসবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।