ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেনারেল আজিজের মার্কিন ভিসা বাতিল 

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসা বাতিল করা হয়েছে। গণমাধ্যমে এসংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জেনারেল আজিজ আহমেদের বিষয়ে কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরায় খবর নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাঁর ভিসা বাতিল করেছে। এরই মধ্যে এ বিষয়টি তাঁকে ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এ বিষয়ে কোনো বিজ্ঞপ্তি দেয়নি। ওই বিষয়ে জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গতকাল রবিবার কালের কণ্ঠকে জানান, ‘যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী ভিসার তথ্য গোপনীয় বিষয়। কোনো ব্যক্তির ভিসার বিষয়ে আমরা আলোচনা করি না। ’ 

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা,  ডিসেম্বর ১৩, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।