ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাই হানাদার মুক্ত দিবস আজ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
ধামরাই হানাদার মুক্ত দিবস আজ ধামরাই হানাদার মুক্ত দিবস আজ। ছবি: সংগৃহীত

সাভার (ঢাকা): ধামরাই হানাদার মুক্ত দিবস আজ। ১৯৭১ সালের এ দিনে ধামরাই হানাদার মুক্ত হয়।

আজকের এ দিনে ধামরাইয়ের কমান্ডার বর্তমান ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদের নেতৃত্বে কুশুরার ঢালিপাড়া ক্যাম্প থেকে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাদের বিতাড়িত করে এবং উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন।

সেদিন উপজেলার কালামপুর বংশী নদীর পাড়ে পাকহানাদাররা ১৭ জন নিরীহ মানুষকে ধরে নিয়ে লাইনে দাঁড় করিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করে।

এছাড়া, এদিন ভোরে ধামরাইয়ের বৈন্যা ও বালিয়া গ্রামে পাকসেনাদের সঙ্গে এক সম্মুখযুদ্ধে ১১ জন পাকসেনাকে হত্যা করে মুক্তিযোদ্ধারা। এ সময় পাকবাহিনীর গুলিতে ধামরাইয়ের মেছের আলী, ওয়াহেদ আলী ও আবুল হোসেনসহ অনেকে শহীদ হন।

পরে ওইদিনই পাকিস্তানি সেনারা ক্যাম্প ছেড়ে চলে গেলে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। শত্রুমুক্ত হয় ধামরাই। দিবসটি উপলক্ষে প্রতি বছর ১৩ ডিসেম্বর নানা কর্মসূচি পালন করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।