ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক অবসরপ্রাপ্ত সেনা সেনা সদস্যের বিরুদ্ধে পাঁচ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় অভিযুক্ত তাজুল ইসলাম (৫৫) কে খুঁজছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার সোহাগপুর এলাকার পশ্চিমপাড়া তাজুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে শিশুটির মা বাদী হয়ে রাতেই  আশুগঞ্জ থানায় ধর্ষণ আইনে মামলা দায়ের করেন।  

অভিযুক্ত তাজুল ইসলাম উপজেলা দুর্গাপুর ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলেও জানা গেছে।

শিশুটির মা জানান, সকালে তার মাদ্রাসা পড়ুয়া ছেলেকে দেখার জন্য তিনি ব্রাহ্মণবাড়িয়া যান। দুপুরে বাড়িতে ফিরে তিনি তার মেয়েকে বিছানায় শুয়ে থাকতে দেখেন। পরে তাকে গোসল করানোর জন্য নিয়ে গেলে সেখানে তিনি তার মেয়ের কাছে কোনো সমস্যা হয়েছে কিনা জানতে চান। এ সময় তার মেয়ে তাকে জানান পাশের বাড়ির দাদা তাজুল ইসলাম তাকে দশ টাকার লোভ দেখিয়ে তার বাড়িতে নিয়ে যান। বাড়িতে তাজুল ইসলামের বউ বাচ্চা কেউ ছিল না। পরে তাজুল ইসলাম ঘরের দরজা বন্ধ করে জোরপূর্বক বাচ্চাটির ওপর পাশবিক নির্যাতন চালায়। এ সময় বাচ্চাটি চিৎকার-চেঁচামেচি করলেও কেউ এগিয়ে আসেনি। পরে রক্তাক্ত অবস্থায় তিনি তার মেয়েটিকে আশুগঞ্জ থানায় নিয়ে যান। সেখানে তিনি তাজুল ইসলামকে একমাত্র আসামি করে একটি ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ ধর্ষণের শিকার হওয়া শিশুকে পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠায়।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ রহমান জানান, শিশুটির মা বাদী হয়ে রাতেই অভিযুক্ত তাজুলকে আসামি করে থানায় ধর্ষণ আইনে একটি মামলা দায়ের করেন। শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা,  ডিসেম্বর ১৩, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।