ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আদিতমারীতে ট্রেনে কাটা পড়ে শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে ইয়াকুব আলী নামে শতবর্ষী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পূর্ব দৌলজোর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ওই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, ছোট ছেলের বাড়িতে সকালের খাবার খেয়ে পাশেই নিজ বাড়িতে ফিরছিলেন শতবর্ষী বৃদ্ধ ইয়াকুব আলী। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইয়াকুব আলী বধির হওয়ায় ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, এ ঘটনায় লালমনিরহাট রেলওয়ে থানায় খবর দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।