ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির গরু পেল ৩১৫ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির গরু পেল ৩১৫ পরিবার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য দূর করণের লক্ষ্যে ৩১৫ হতদরিদ্র পরিবারের মধ্যে বকনা গরু বিতরণ করেছে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি।

সোমবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার কচাকাটা ইউনিয়নের বল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে অস্থায়ী গরুর হাট বসিয়ে সুবিধাভোগীদের পছন্দমতো বকনা গরু কিনে তা সহায়তা হিসেবে দেওয়া হয়।

কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাস করণ প্রকল্পের অধীনে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির দেওয়া এসব গরু সুবিধাভোগীদের হাতে তুলে দেন নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর আহমেদ মাছুম।  

এ সময় আরও উপস্থিত ছিলেন নাগেশ্বরী প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, প্রকল্প পরিচালক জাহেদুল হক চৌধুরী, কচাকাটা ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন মণ্ডল প্রমুখ।

প্রকল্প পরিচালক জাহেদুল হক চৌধুরী বাংলানিউজকে জানান, পর্যায়ক্রমে নাগেশ্বরী উপজেলার এক পৌরসভা ও ১৪ ইউনিয়নের প্রায় সাড়ে চার হাজার দরিদ্র পরিবার বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির দেওয়া এ সহযোগিতা পাবে। প্রত্যেক সুবিধাভোগীকে ৪০ হাজার টাকার একটি বকনা গরুর পাশাপাশি রক্ষণাবেক্ষণে পরবর্তী ছয় মাস পর্যন্ত আরও ৫শ’ টাকা করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।