ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ভিভিআইপি মুভমেন্ট

বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম

ঢাকা: মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বুধবার (১৫ ডিসেম্বর) ঢাকায় আসবেন ভারতের রাষ্ট্রপতি। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের চলাচল নির্বিঘ্ন ও নিরাপত্তা নিশ্চিতে বন্ধ থাকবে রাজধানীর অনেক সড়ক।

এজন্য এইচএসসি পরীক্ষার্থীদের হাতে সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এবার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মধ্যেই ১৫ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন ভারতের রাষ্ট্রপতি আসবেন। ফলে তার চলাচল ও নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে অনেকগুলো সড়ক বন্ধ রাখা হবে। তাই শিক্ষার্থী ভাই-বোনদের ও অভিভাবকদের প্রতি অনুরোধ থাকবে হাতে সময় নিয়ে বের হবেন।

ডিএমপি বলেন, পরীক্ষা দিতে বের হওয়া শিক্ষার্থীরা যদি কোথায় আটকে গেলে সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করে সহায়তা চাইবেন। পুলিশ নিজস্ব পরিবহনে পরীক্ষা সেন্টারে পৌঁছে দেবে। যাতে করে কোনো শিক্ষার্থী যেন পরীক্ষা মিস না করে। যেহেতু অনেক সড়কই বন্ধ থাকবে, তাই অনুরোধ করছি পরীক্ষার  দিন সময় হাতে নিয়ে বের হবেন।

এবার এতো বড় প্রোগ্রামের মধ্যেই এইচএসসি পরীক্ষার আয়োজন করা হয়েছে, তাই কোন সময় ভারতীয় রাষ্ট্রপতির মুভমেন্ট থাকবে, তা জানানো যায় কিনা, প্রশ্ন করলে তিনি বলেন, সুনির্দিষ্টভাবে বলা আমাদের জন্য খুব কঠিন। ভিভিআইপি নিরাপত্তার অন্যতম অনুষঙ্গ হল- ওনার মুভমেন্ট টাইম গোপন রাখা। স্পেসিফিক না বললেও আমরা বলে দেব, এতটা থেকে এতটা বন্ধ থাকবে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।