ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্যালককে গলা কেটে হত্যা করল দুলাভাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
শ্যালককে গলা কেটে হত্যা করল দুলাভাই

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে পিয়াস নামে (১৯) এক যুবককে গলা কেটে হত্যা করেছে তার দুলাভাই।  

সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্রীরামপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

 
 
নিহত পিয়াস উপজেলার বানিয়াগাতী গ্রামের মৃত মজু মিয়ার ছেলে। এ ঘটনায় তার আপন বোন ও বোন জামাইকে আটক করেছে পুলিশ। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
 
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, উপজেলার শ্রীরামপাশা এলাকার জনৈক রাসেল মিয়ার পতিত জমিতে সোমবার সন্ধ্যার দিকে মেয়ে হেনা আক্তারের সঙ্গে মা রুমেলা আক্তারের জমিজমা ও পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। রুমেলার ছেলে পিয়াস মাকে ফিরিয়ে আনতে যান।

এসময় তার আপন বোন জামাই সুনু ফকিরের সঙ্গে পিয়াসের হাতাহাতি হয়। একপর্যায়ে বোন জামাই গলায় ধারালো ছুরি দিয়ে টান দিলে গুরুতর আহত হয় শ্যালক পিয়াস। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
এ ঘটনায় সুনু ফকির ও হেনা আক্তারকে আটক করা হয়েছে। তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।