ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
উখিয়ায় ৭০ হাজার ইয়াবাসহ আটক ১ জব্দ ইয়াবা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় ৭০ হাজার পিস ইয়াবাসহ সরোয়ার কামাল (২৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
 
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার পানবাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

 

আটক সরোয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পে বাসিন্দা।

উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যে ভিত্তিতে উখিয়ায় ক্যাম্প-০৮ ইস্ট এলাকায় অভিযান চালিয়ে ৭০ হাজার ইয়াবাসহ জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার ন্যাশনালসের (এফডিএমএন) সদস্যকে আটক করা হয়। তাকে উখিয়া থানায় সোপর্দ ও তার নামে মামলার প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।