ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক কাস্টমস কমিশনারের সম্পদের হিসাব চেয়েছে দুদক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
সাবেক কাস্টমস কমিশনারের সম্পদের হিসাব চেয়েছে দুদক

ঢাকা: কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকার সাবেক কমিশনার এম হাফিজুর রহমানের স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন আজাদ এ সংক্রান্ত নোটিশ দিয়েছেন।

নোটিশে বলা হয়, বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অনুসন্ধান করে দুর্নীতি দমন কমিশনের স্থির বিশ্বাস জন্মেছে, সাবেক এই কর্মকর্তা জ্ঞাত আয়ের বহির্ভূত স্বনামে/বেনামে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন।

নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক মো. আকতার হোসেন আজাদ বরাবর স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দাখিল করতে বলা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ (২০০৪ সনের ৫ নং আইন) এর ধারা ২৬ এর উপ-ধারা (১) দ্বারা অর্পিত ক্ষমতাবলে এম হাফিজুর রহমানকে নিজের, তার স্ত্রী ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের স্বনামে/বেনামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎসের বিস্তারিত বিবরণী জমা দিতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে উপরিউক্ত আইনের ধারা ২৬ এর উপধারা (২) মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২১
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।