ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মুজিববর্ষে বঙ্গবন্ধু পুরস্কার পাচ্ছেন সানোয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
মুজিববর্ষে বঙ্গবন্ধু পুরস্কার পাচ্ছেন সানোয়ার সানোয়ার

ফরিদপুর: মুজিব বর্ষে 'বঙ্গবন্ধু পুরস্কার' পাচ্ছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. সানোয়ার হোসেন। মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এ 'বঙ্গবন্ধু পুরস্কার' দিচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক ঢালী ইউসুফ আহমেদ স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিকে গ্রাহক সেবা দেওয়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য এ স্বীকৃতি দেওয়া হচ্ছে। মনোনীতদের বঙ্গবন্ধু পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়া হবে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নগরকান্দা জোনাল অফিসের তালমা অভিযোগ কেন্দ্রের লাইন টেকনিশিয়ান গৌরাঙ্গ চন্দ্র দাসও এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫১  ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।