ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
বাগেরহাটে গৃহবধূ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার আটক রুবেল

বাগেরহাট: বাগেরহাটে শিশু সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেল হাওলাদারকে (২৫) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ১০টায় ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 

এর আগে সন্ধ্যায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে রুবেল ও সজল নামের দু’জনকে আসামি করে বাগেরহাট মডেল থানায় ধর্ষণ মামলা করেন। মামলার পরেই রুবেলকে গ্রেফতার করতে বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ হাসানের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তকিবুর রহমান অভিযান শুরু করেন। অন্যদিকে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের একটি টিমও রুবেলকে গ্রেফতারে অভিযান পরিচালনা করে। যৌথ অভিযানের মুখে পালিয়ে যাওয়ার সময় লখপুর এলাকা থেকে রুবেল হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল বর্তমানে র‍্যাব-৬ এর হেফাজতে রয়েছে।  

গ্রেফতার রুবেল হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট গ্রামের মৃত জাকির হাওলাদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাদেকাড়াপাড়া এলাকায় নানার বাড়িতে থাকতেন।  

সোমবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় কৌশলে ঘরে ঢুকে ভুক্তভোগী ওই গৃহবধূর সন্তানকে হত্যার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করেন রুবেল। পরে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে রুবেল। এ কাজে তাকে সহযোগিতা করেন সজল মল্লিক (২৫) নামে এক যুবক। পরে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে সজলকে আটক করে পুলিশ। সজল মল্লিক বাদেকাড়াপাড়া এলাকার মফিজ মল্লিকের ছেলে।  

বাগেরহাট সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ মাহমুদ হাসান বলেন, বিষয়টি শুনে সকালেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সকালে একজনকে আটক করা হয়। পরবর্তীতে ওই নারীর ধর্ষণ মামলা রুজু করা হয়েছে। মামলার প্রধান আসামি রুবেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।