ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাবির শিক্ষার্থীর মৃত্যুতে হত্যা মামলা,স্বামী গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
ঢাবির শিক্ষার্থীর মৃত্যুতে হত্যা মামলা,স্বামী গ্রেফতার

ঢাকা: ইলমা চৌধুরী মেঘলা (২৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বনানী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের বাবা সাইফুল ইসলাম চৌধুরী বাদী হয়ে মামলাটি করেন।

বুধবার (১৫ ডিসেম্বর) সকালে বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইলমার বাবা গতকাল রাতে বাদী হয়ে হত্যা মামলাটি রুজু করেন। মামলায় তিন জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন ইলমার স্বামী ইফতেখার আবেদীন (৩৬) এবং ইলমার শশুর-শাশুড়ি। এ মামলায় গতকাল আটক হওয়া ইফতেখার আবেদীনকে এরই মধ্যে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া বাকি দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কানাডা প্রবাসী স্বামী ফেরার ৫ দিনের মাথায় লাশ হলেন ঢাবি ছাত্রী

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এজেডএস/এসআাইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।