ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এনায়েতপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রাসেল রানা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর থানার খামারগ্রাম কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল রানা চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়নের ধুলিয়াবাড়ি গ্রামের মীর আশরাফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাসেল রানা ও তার বন্ধু  রমজান আলী মোটরসাইকেলে এনায়েতপুরের খামারগ্রাম পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ বাঁধে। এতে রাসেল রানা ও তার বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাসেল রানা মারা যান।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বাংলানিউজকে জানান,  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।