ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলি ছুড়তে বাধ্য করবেন না: নারায়ণগঞ্জের ডিসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
গুলি ছুড়তে বাধ্য করবেন না: নারায়ণগঞ্জের ডিসি কথা বলছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: ‘আমাদের গুলি ছুড়তে বাধ্য করবেন না। আল্লাহ পাক হাজির নাজির করে বলছি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপক্ষ হবে।

কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। ব্যালেট পেপার সকালে কেন্দ্রে পাঠানো হবে। আগে ১৯-২০ যাই হোক এবার ভোটাররা কেন্দ্রে গিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারবে। আমি চাই আপনারা আমাদের সহযোগিতা করবেন’।

শনিবার (১৮ ডিসেম্বর) নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) সাধারণ নির্বাচন-২০২১ উপলক্ষে উপজেলার এস এম মাযহারুল হক অডিটোরিয়ামে আয়োজিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই কথা বলেন।

আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম, ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান, সহকারী পুলিশ সুপার আবির হোসেন, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান। এতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা অংশ নেন।

পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী দেওয়া হবে। কোন অনিয়ম করতে দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ অনিয়ম করলে জেলখানায় বসে নির্বাচন করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।