ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা গ্রুপের অর্থ সহায়তা

প্রতিবন্ধী শিশু ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুভসংঘের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
প্রতিবন্ধী শিশু ও শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ শুভসংঘের

দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রতিবন্ধী শিশু ও শীতার্তদের মধ্যে ৩৫০ কম্বল বিতরণ করেছে কালের কণ্ঠ শুভসংঘ।

শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।

কালের কণ্ঠ শুভসংঘের বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মাহবুব আলমের সভাপতিত্বে ও জেসিয়া জামান কাসফির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল, আবু সৈয়দ হোসেন, আফছার আলী, মো. গোলাম সারোয়ার সোহেল, ডা. আবুল বাসার মো. সাইদুজ্জামান, মো. মাহমুদুল হাসান, আব্দুল্লাহ আল মামুন, দেলোয়ার হোসেন বিপুল, শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য তাকবীর হোসাইন মান্না, শরীফ মাহ্দী আশরাফ জীবন, শাহ মো. হাসিবুর রহমান, রাশেদুল ইসলাম রাফিন, ওয়াসিম আকরাম, মো. রাসেল ইসলাম, শাহনেওয়াজ সৌরভ, হুমায়ুন পারভেজ, মো. ইয়াসির আরাফাত রাফি, মো. আজাদ আলী (জাপান), মাহাবুব-উল-মুরশেদ (বাধন), মো. আকিব-উল-হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।