ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
সিলেটে বাস-অটোরিকশা সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

সিলেট: সিলেটে যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে জাকারিয়া আহমদ (১৬) নামে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৪ জন।

শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট জকিগঞ্জ-কানাইঘাট সড়কে জুলাইরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একটি যাত্রীবাহি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা মাদরাসার ছাত্র জাকারিয়া, চালকসহ ৫ জন গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করেন।

সিলেটের জকিগঞ্জ-বারিগ্রাম মিনি বাস উপ কমিটির সহ সভাপতি হুমায়ন কবীর দুর্ঘটনার জন্য সিএনজি অটোরিকশার চালককে দায়ি করে বলেন, আহতদের দেখতে হাসপাতালে গিয়েছি।

সিলেটের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় কানাইঘাটের একটি মাদরাসার ছাত্র মারা গেছেন। আহত হয়েছেন আরো ৪ জন। তবে হতাহতদের পুরো পরিচয় এখনো নিশ্চিত হতে পারেননি। খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালেও পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৬  ঘন্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।