ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জজকোর্ট এলাকাকে প্রতারকমুক্ত করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
জজকোর্ট এলাকাকে প্রতারকমুক্ত করার দাবি

ঢাকা: পুরান ঢাকার জজকোর্ট এলাকা এক শ্রেণির প্রতারকে সয়লাব। তারা জজকোর্টসহ দেশের বিভিন্ন আদালতে ভাড়ায় বাদী সেজে মামলা করেন।

মামলার পর গ্রেপ্তারি পরোয়ানা বের করে তারা পুলিশকে বিভ্রান্ত করেন। এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হন। এসব প্রতারকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এসব অভিযোগ করা হয় এবং দাবি জানানো হয়। জজকোর্ট এলাকায় কিছু ব্যক্তি মামলা দিয়ে প্রতারণা করছে এমন অভিযোগ নিয়ে এ মানববন্ধনের আয়োজন করে এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে জাসদের (ইনু) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য এনামুজ্জামান চৌধুরী বলেন, সিল, সাক্ষর ও কাগজ জাল করে সাজানো গ্রেপ্তারি পরোয়ানা বের করে। এ ধরনের প্রতারক ঢাকার জজকোর্টে সংখ্যায় বেশি। দেশের অন্যান্য আদালতেও এদের বিচরণ আছে।

মানববন্ধনে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, সারা দেশেই সাজানো ঘটনায় মামলার ধকলে অগণিত মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এক জেলা থেকে আরেক জেলায় মামলার হাজিরা দিতে হচ্ছে, অনেকে হাজতবাসও করছেন। এক শ্রেণির প্রতারক চক্রের কারসাজিতে মানুষ বিপদে পড়ছেন। এর বিরুদ্ধে সরকারের কঠোর আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মানববন্ধনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন, গণফোরাম নেতা আবদুল রাজ্জাক প্রমুখ বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এইচএমএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।