ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বালু উত্তোলনে হুমকিতে শাহপরীর দ্বীপ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
বালু উত্তোলনে হুমকিতে শাহপরীর দ্বীপ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের নাফনদীর ঘোলার চর পয়েন্ট ড্রেজার মেশিন বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়েছে শাহপরীর দ্বীপ। ভাঙনের মুখে পড়েছে চর ও বেড়িবাঁধসহ দ্বীপটি।

 

এদিকে এ ঘটনার প্রতিবাদে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধের ওপর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন দ্বীপবাসী। এ সময় দ্বীপবাসী চর থেকে বালু উত্তোলন বন্ধের দাবিসহ দ্বীপ রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, শাহপরীর দ্বীপকে পর্যটন জোন করার পরিকল্পনার পাশাপাশি দ্বীপ রক্ষায় বেড়িবাঁধ ও সড়কসহ শতকোটি টাকার কয়েকটি প্রকল্প দিয়েছেন প্রধানমন্ত্রী। অথচ সেই শাহপরীর দ্বীপকে হুমকিতে ফেলে চর থেকে বালু উত্তোলন করা হচ্ছে। দ্বীপের চর থেকে বালু উত্তোলন করে দ্বীপটিকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।  

এলাকাবাসী জানান,সাবরাং অর্থনৈতিক জোনে মাটি ভরাটের জন্য এসব বালু উত্তোলন করছে চায়না হারবার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
নাফনদীর বেড়িবাঁধের খুব কাছে ড্রেজার মেশিন বসিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলনের কারণে অচিরেই শাহপরীর দ্বীপ বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করেন এলাকাবাসী।  

এমন পরিস্থিতিতে অবিলম্বে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। তারা বলেন, ঘোলার চরটি মূলত দ্বীপের রক্ষাকবচ হিসেবে পরিচিত। এ চরটি না থাকলে নাফনদী ও বঙ্গোপসাগরের ঢেউয়ের আঘাতে এ জনপদটি সাগরে তলিয়ে যাবে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাস্টার জাহেদ হোসেন, সাবরাং ইউপি সদস্য রেজাউল করিম রেজু, আব্দুল মান্নান, সাবেক ইউপি সদস্য মো. ইসমাইল, নুরুল আমিন, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল বাসেদ ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি হাফিজ উল্লাহ।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।