ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে মুরাদ-নাহিদের নামে মামলার আবেদন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
সুনামগঞ্জে মুরাদ-নাহিদের নামে মামলার আবেদন

সুনামগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে কুটক্তি করায় অভিযোগে সুনামগঞ্জ আদালতে মানহানি মামলা করেছে সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরাম নেতারা।  

রোববার (১৯ ডিসেম্বর) সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতের বিচারক আব্দুর রহিমের আদালতে এ মামলা দায়ের করা হয়।

 

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও মো. মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করে মামলাটি দায়ের করেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হক।
 
এজাহার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ, নারী বিদ্বেষী এবং নারীর জন্য মর্যাদাহীনকর ভাষা ব্যবহার করে একটি সাক্ষাৎকার দেন তিনি।

যার মাধ্যমে তিনি বাংলাদেশের সংবিধানের ১৪৮ নম্বর অনুচ্ছেদের তৃতীয় তফসিল অনুযায়ী ১ নম্বর আসামি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান যে সাংবিধানিক শপথ গ্রহন করেছিলেন তা লঙ্ঘন করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ এবং প্রচারের মাধ্যমে দেশের রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে শত্রুতা ঘৃণা, বিদ্বেষ, সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার অভিযোগ ওঠে প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে। এতে জিয়া পরিবার ও নারী সমাজের প্রতি অবমাননা করা হয়ছে বলে অভিযোগ করা হয়েছে এজহারে।

মামলার সত্যতা নিশ্চিত করে মামলা সাক্ষী সুনামগঞ্জ আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাড. সালেহ আহমদ জানান, জাইমা রহমানকে কটূক্তি করায় মানহানিসহ বিভিন্ন অভিযোগে ডা. মুরাদ হাসান ও মো. মহিউদ্দিন হেলাল নাহিদকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।