ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সূত্রাপুরে ৩ ছিনতাইকারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
সূত্রাপুরে ৩ ছিনতাইকারী গ্রেফতার র‌্যাব=১০ এর হাতে গ্রেফতার ৩ ছিনতাইকারী

ঢাকা: রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহজালাল (২১), মো. রাজিব হোসেন (২২) ও মো. সজিব (২০)।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর পৌণে ১২টার দিক সূত্রাপুর থানাধীন সদরঘাট লেডিস পার্ক হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ৩টি ছুরি ও ৪টি মোবাইল ফোন জব্দ করে র‌্যাব-১০।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, তারা বেশ কিছুদিন ধরেই সদরঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার, টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। একই কাজ করার সময় সূত্রাপুর থেকে তাদের তিনজনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-১০ এর সিও।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২১
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।